Walton's best phone around 5 thousand, 10 thousand and 15 thousand budgets

 • Riad Ahmed
 • Published On: October 07, 2018, 05:25
 • Views : 457

১৫ হাজার টাকা এবং এর আসে পাশের বাজেট এর ভেতর ওয়ালটন এর রয়েছে বেশ কয়েকটি স্মার্টফোন। আর এসব স্মার্টফোন দাম হিসেবে যেমন ফিচারফুল তেমনই দেখতেও যথেষ্ট আকর্ষণীয়।

Primo S6 Dual

১৪৯৯৯ বা ১৫০০০ টাকায় পাওয়া যাবে ওয়ালটন প্রিমো এস৬ ডুয়াল স্মার্টফোনটি। ওয়ালটন সুন্দর নীল এবং কালো কালারে বাজারে এনেছে তাদের আরেকটি আকর্ষণীয় স্মার্টফোন প্রিমো এস৬ এর সাক্সেসর প্রিমো এস৬ ডুয়াল । প্রিমো এস৬ এর তুলনায় এর মুল পার্থক্যটা হল এর রিয়ার প্যানেলের ডুয়াল ক্যামেরা মডিউল, যা এস৬ এ ছিল না। ডিভাইসটি লেটেস্ট  অ্যান্ড্রয়েড ৮.১.০ অপারেটিং সিস্টেম চালিত, যা সত্যিই অ্যান্ড্রয়েড প্রেমী বিশেষ করে যারা লেটেস্ট আপডেটে থাকতে ভালোবাসেন তাদের জন্য দারুন খবর ।

 • ৪জি সাপোর্টেড স্মার্টফোন
 • মেড ইন বাংলাদেশ
 • ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ
 • অ্যান্ড্রয়েড ৮.১.০ অরিও অপারেটিং সিস্টেম
 • ১৩+২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা , ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
 • ৩৫০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

Primo S6 Infinity

এস সিরিজের অন্যসব স্মার্টফোনের সাফল্যের ধারাবাহিকতায় ওয়ালটন এর এস লাইনআপের আরেকটি স্মার্টফোন ওয়ালটন প্রিমো এস৬ ইনফিনিটি। মূলত এর কম বেজেলের ডিসপ্লে এবং ডিসপ্লেটি ১৮:৯ হওয়ার কারনে একে ইনফিনিটি নাম দেয়া হয়েছে। দাম এর দিক দিয়ে বলতে হলে এটি একটি মিড বাজেট স্মার্টফোন। কেননা এর দাম নির্ধারন করা হয়েছে ১৫৪৯০ টাকা বা বলা যায় ১৫৫০০ টাকা।

 • কোয়াডকোর ১.৩ গিগাহার্জ সিপিইউ
 • মালি টি-৭২০ জিপিইউ
 • ৩ জিবি ডিডিআর৩ র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনারনাল স্টোরেজ
 • অ্যান্ড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম
 • সামনে ৮ মেগাপিক্সেল এবং পিছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা
 • ৩০০০ এমএএইচ ব্যাটারি

Primo RX6

 1. অত্ত্যান্ত সুন্দর মার্জিত শুরুচিপূর্ণ এবং বাঁকানো পিছন পৃষ্ঠ নিয়ে ওয়ালটন বাজারে নিয়ে তাদের অত্ত্যান্ত সুন্দর এবং স্টাইলিস স্মার্টফোন প্রিমো আর এক্স ৬; ওয়ালটন এর আর এক্স সিরিজ এর সকল স্মার্টফোন যে ডিজাইন এর দিক দিয়ে অনেক আকর্ষণীয় হয় তা ইতিমধ্যে ওয়ালটন এর আর এক্স সিরিজ এর ব্যবহারকারিরা দেখেছে। আর নতুন আর এক্স ৬ সেই ধারার কোন বিপরীত কিছু নয়। আন্ড্রয়েড অরিও ৮.১ চালিত ৪জি এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে ১৪, ৯৯৯ তথা ১৫ হাজার টাকায়।
 • ৫.৭ ইঞ্চি এইচডি ১৮ঃ৯ রেসিও ফুল এইচডি ডিসপ্লে
 • ১.৪৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
 • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
 • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
 • ৩০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

টাইট বাজেট তবে ভালো ফোন! এমন চাহিদা কোননা কোন সময় কোন কারনে আমাদের সবারই থাকে। তেমনি একটি বাজেট রেঞ্জ হল ১০ হাজার টাকা। এই আর্টিকেলে আলোচনা করব ১০ হাজার টাকার আশে পাঁশের ওয়ালটন এর বিভিন্ন ফোন সম্পর্কে।

Primo GM3+

ওয়ালটন এর ব্যাটারি কিং নতুন এই ডিভাইসটির দাম ৮৪৯৯ টাকা মাত্র। এতে পাওয়া যাবে ৪জি কানেক্টিভিটি – যা একে আরও জনপ্রিয় করে তুলেছে। স্মার্টফোনটির আরেকটি ফিচার টেকনোলোজি হল এর ১৮:৯ রেশিও ডিসপ্লে। স্মার্টফোনটি ডিজাইন এর দিক দিয়ে অনেক আকর্ষনীয়। যারা বাজেট রেঞ্জে প্রিমিয়াম ডিজাইনের স্মার্টফোন চাচ্ছেন তাদের জন্য প্রিমো জিএম৩ প্লাস ডিভাইসটি।

 • ৫.৩৪” ১৮:৯ রেশিও ফুল ভিউ ডিসপ্লে; যা সাইড দিয়ে ২.৫ডি কার্ভড
 • ফ্রন্ট ৫ মেগাপিক্সেল ক্যামেরা সাথে সফট এলইডি ফ্ল্যাশ
 • রিয়ার 13 মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 • ২ জিবি ডিডিআর৩ র‍্যাম এবং ১৬ জিবি রম
 • ৪০০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

Primo H7s

ডিপ ব্লু এবং গোল্ডেন কালারে ২ জিবি র‍্যাম সহ ওয়ালটন এর আরেকটি স্মার্টফোন হল Primo H7s। রিও ৮.১ সমৃদ্ধ নতুন এই ৪জি স্মার্টফোন সম্পর্কে আজ জানব বিস্তারিত। এর দাম 9, 199 টাকা মাত্র। ডিভাইসটি লম্বায় ১৪৭.৫ মিলিমিটার, প্রস্থে ৬৯.৯ মিলিমিটার। ডিভাইসটির পুরুত্ব ৮.৩ মিলিমিটার। ব্যাটারিসহ এই  ডিভাইসটির ওজন ১৬৭ গ্রাম। ডিভাইসটিকে ব্যাক আপ দিবে একটি ৩০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি, ব্যাটারিটি নন-রিমুভেবল।

 • ৫.৪৫” ১৮:৯ রেশিও ডিসপ্লে; যা সাইড দিয়ে ২.৫ডি কার্ভড; স্ক্রাচ প্রটেক্টিভ গ্লাস
 • ফ্রন্ট ৫ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 • রিয়ার ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 • ২ জিবি ডিডিআর৩ রাম এবং ১৬ জিবি রম
 • ৩০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
 • ৮.১.০ অরিও অপারেটিং সিস্টেম

Primo R5

ইন্টিগ্রেটেড ফেস আনলক ফিচার নিয়ে ওয়ালটন এর আরেকটি বাজেট স্মার্টফোন প্রিমো আর৫। এই প্রিমো আর৫ ডিভাইসটির দাম ৯৯৯৯ বা ১০ হাজার টাকা। ১০ হাজার টাকার এই ফোনে ওয়ালটন এর আরেকটি স্মার্টফোন প্রিমো জিএম ৩ এর সাথে মিল পাওয়া যাবে। কেননা এই স্মার্টফোনটিতেও ব্যবহার করেছে ইমাজিনেশন টেকনোলজিস এর পাওয়ার ভিআর জিপিইউ; আর এই জিপিইউ মডেলটি হল PowerVr Rogue Ge8100।

 • ৫.৭২” ১৮:৯ রেশিও ডিসপ্লে; যা সাইড দিয়ে ২.৫ডি কার্ভড; স্ক্রাচ প্রটেক্টিভ গ্লাস
 • ফ্রন্ট ৮ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 • রিয়ার ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 • ২ জিবি ডিডিআর৩ রাম এবং ১৬ জিবি রম
 • ৩০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
 • ৮.১ অরিও অপারেটিং সিস্টেম

এই ছিল ১০ হাজার টাকার বাজেট রেঞ্জে ওয়ালটন এর সেরা কতগুলো স্মার্টফোন । এগুলো সবগুলি নিজস্ব ডিজাইন এবং ফিচারস এর দিক দিয়ে অন্যোন্য, তো আপনি আপনার যেটা পছন্দ সেটা কিনে নিতে পারেন।

এই আর্টিকেলে জানব ৫০০০ টাকা এবং ৫০০০ টাকার আশেপাশের ওয়ালটন সেরা কতগুলো স্মার্টফোন সম্পর্কে।

Primo F8s

১৮ঃ৯ রেসিও ডিসপ্লে নিয়ে ওয়ালটন বাজারে নিয়ে এসেছে তাদের নতুন আর একটি বাজেট স্মার্টফোন প্রিমো এফ৮-এস;আর একে বলা যায় পূর্ববর্তী প্রিমো এফ ৮ এর সাক্সেসর। বরাবর এর মত এটিও ওয়ালটন এর একটি বাজেট রেঞ্জ স্মার্টফোন; আর এটি বাজারে পাওয়া যাবে মাত্র ৫১৯৯ টাকায়। স্মার্টফোনটির ৫.৪৫ ইঞ্চি বিশাল ডিসপ্লে এর সাথে এর একটি প্লাস পয়েন্ট।  ১৮ঃ৯ রেসিও ডিসপ্লে এর সাথে এর আরেকটি আকর্ষণীয় দিক হল স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম যেটা হল অ্যান্ড্রয়েড অরিও [গো] ৮.১  অপারেটিং সিস্টেম।

 • ৫.৪৫ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে
 • অ্যান্ড্রয়েড অরিও [গো] ৮.১  অপারেটিং সিস্টেম
 • ১.৩ গিগাহার্জ কোয়াড কোর ডিসপ্লে
 • ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম
 • ৫ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 •  ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
 • ২২০০ এমএএইচ ব্যাটারি

Primo GF7

ওয়ালটন এর বাজেট জিএফ সিরিজের স্মার্টফোন যারা ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন যে ; এই সিরিজের স্মার্টফোন তুলনামূলক ভাবে কম দামের এবং অনেক ভালো হয়। আর এখন  জিএফ সিরিজের আরেকটি লক্ষ্যনীয় বিষয় স্মার্টফোন গুলো যথেষ্ঠ বাজেট ফ্রেন্ডলি হয়। আজ আলোচনা করব এইচ সিরিজের নতুন সদস্য ওয়ালটন প্রিমো জিএফ ৭ নিয়ে। স্মার্টফোনটি পুরোপুরি বেজেললেস না হলেও এর ডিজাইনে বেজেললেস কনসেপ্টটি ফুঁটে উঠেছে। স্মার্টফোনটির আরেকটি ফিচার টেকনোলোজি হল এর ১৮:৯ রেশিও ডিসপ্লে। স্মার্টফোনটি ডিজাইন এর দিক দিয়ে অনেক আকর্ষনীয়। যারা বাজেট রেঞ্জে প্রিমিয়াম ডিজাইনের স্মার্টফোন চাচ্ছেন তাদের জন্য প্রিমো জিএফ ৭ ডিভাইসটি।

 • ৫.৩৪” ১৮:৯ রেশিও ফুল ভিউ ডিসপ্লে; যা সাইড দিয়ে ২.৫ডি কার্ভড
 • ফ্রন্ট ৫ মেগাপিক্সেল ক্যামেরা সাথে সফট এলইডি ফ্ল্যাশ
 • রিয়ার ৫ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 • ১ জিবি ডিডিআর৩ রাম এবং ৮ জিবি রম
 • ২৭০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

Primo GH7i

১৮ঃ৯ রেসিও ডিসপ্লে নিয়ে ওয়ালটন বাজারে নিয়ে এসেছে তাদের নতুন আর একটি বাজেট স্মার্টফোন প্রিমো জিএইচ৭-আই;আর একে বলা যায় পূর্ববর্তী প্রিমো জিএইচ৭ এর সাক্সেসর। বরাবর এর মত এটিও ওয়ালটন এর একটি বাজেট রেঞ্জ স্মার্টফোন; আর এটি বাজারে পাওয়া যাবে মাত্র ৫৭৯৯ টাকায়। স্মার্টফোনটির ৫.৪৫ ইঞ্চি বিশাল ডিসপ্লে এর সাথে এর একটি প্লাস পয়েন্ট।  ১৮ঃ৯ রেসিও ডিসপ্লে এর সাথে এর আরেকটি আকর্ষণীয় দিক হল স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম যেটা হল অ্যান্ড্রয়েড অরিও [গো] ৮.১  অপারেটিং সিস্টেম।

 • ৫.৪৫ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে
 • অ্যান্ড্রয়েড অরিও [গো] ৮.১  অপারেটিং সিস্টেম
 • ১.৩ গিগাহার্জ কোয়াড কোর ডিসপ্লে
 • ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম
 • ৮ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 •  ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
 • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
 • ২৫০০ এমএএইচ ব্যাটারি

৫০০০ টাকা বাজেট রেঞ্জে ওয়ালটন এর এই সবই সেরা বাজেট স্মার্টফোন। এদের ভেতর আপনার যেটা পছন্দ সেটা কিনে নিতে পারেন। আর আশা করি  এই আর্টিকেলটি আপনার অবশ্যই ভালো লেগেছে

Comments

Or

antispam