আবার পাওয়া যাচ্ছে Redmi Note 9 Pro, আজ কখন শুরু ফ্ল্যাশ সেল?

সোমবার থেকে অনলাইনে স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার ফ্ল্যাশ সেলে আবার পাওয়া যাবে Redmi Note 9 Pro। মার্চে এই ফোন লঞ্চের পরে দুটি ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছিল। পরে লকডাউনের কারণে বন্ধ হয়েছিল সেল। মঙ্গলবার দুপুর 12 টায় Amazon.in ও Mi.com থেকে এই ফোন অর্ডার করা যাবে।
আবার পাওয়া যাচ্ছে Redmi Note 9 Pro, আজ কখন শুরু ফ্ল্যাশ সেল?

আপাতত শুধুমাত্র গ্রিন জোন ও অরেঞ্জ জোনে ডেলিভারি হবে। রেড জোনে সব ধরনের ই-কমার্স ডেলিভারি বন্ধ রয়েছে। আপনি রেড জোনে থাকলে মঙ্গলবারের ফ্ল্যাশ সেলে অংশ নিতে পারবেন না।

12,999 টাকায় এই ফোন লঞ্চ হলেও এপ্রিলে স্মার্টফোনে পণ্য পরিষেবা কর 12 শতাংশ থেকে 18 শতাংশ হওয়ার কারণে এই ফোনের দাম 1,000 টাকা বাড়িয়েছে Xiaomi। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 13,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Amazon.in ও Mi.com থেকে দুপুর 12 টা বিক্রি শুরু হবে। আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআইতে এই ফোন কিনলে 1,000 টাকা ছাড় মিলবে।

Redmi Note 9 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi Note 9 Pro-তেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

latest article


Write a Comment

antispam