চলতি সপ্তাহে ভারতে আসছে 108MP ক্যামেরার Mi 10

31 মার্চ ভারতে Mi 10 লঞ্চ হওয়ার কথা থাকলেও পরে লকডাউনের কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল Xiaomi। সম্প্রতি লকডাউনের নিয়ম শিথিল হওয়ার পরে সোমবার থেকে স্মার্টফোন বিক্রি শুরু করেছে চিনের সংস্থাটি। এবার ভারতে Mi 10 লঞ্চের নতুন দিনক্ষণ প্রকাশ্যে এল। 8 মে, শুক্রবার বারতে আসছে 108 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Mi 10 ও Mi 10 Pro। এই দুই ফোনেই রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। যদিও ভারতে শুধুমাত্র Mi 10 লঞ্চ করবে Xiaomi।
চলতি সপ্তাহে ভারতে আসছে 108MP ক্যামেরার Mi 10

শুক্রবার অনলাইন লাইভ স্ট্রিমে ভারতে এই ফোন লঞ্চ করবে Xiaomi। চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা) থেকে। ভারতে এই ফোনের দাম সম্পর্কে উচ্চবাচ্য করেনি Xiaomi।

Mi 10 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

latest article


Write a Comment

antispam